ফেনীতে একইদিন আ’লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৭ জুলাই ২০২৩

ফেনীতে একইদিন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) শহরে পদযাত্রা করবে জেলা বিএনপি। একইদিন শোভাযাত্রা করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একইদিন দুই দল কর্মসূচি ঘোষণা করায় শঙ্কা তৈরি হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালনে তারা প্রস্তুতি নিয়েছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, মঙ্গলবার বিকেল ৪টায় শহরের দাউদপুর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

সব বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে আলাল বলেন, যত প্রকারের বাধা আসুক না কেন, কর্মসূচি বাস্তবায়নে আমরা অনড় থাকবো। কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মীরাও মুখিয়ে আছেন।

কর্মসূচিতে সরকারদলীয়দের হামলার আশঙ্কা করছেন বিএনপির এ নেতা। তিনি বলেন, সরকারদলীয়দের এসব ছাড়া এখন আর কোনো পথ নেই। তবে হামলা বা বাধা দিয়ে বিএনপির কর্মসূচি বানচাল করতে পারবে না।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আগামীকালও একই শঙ্কা রয়েছে।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাটি ফেনী পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পরে সেখানে পথসভা করবেন সরকারদলীয়রা।

বিএনপি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে উল্লেখ করে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা করবো। তবে বিএনপি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে।

তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ। এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো।

ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, যেহেতু একই এলাকায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি, সেজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। দুই দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে সংঘাত এড়াতে আলোচনা করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।