সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে আবারও আদালতের নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২৩

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম রাখাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদীপক্ষের ন্যায়বিচারের স্বার্থে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবে কোনো কার্যনির্বাহী কমিটি যাতে গঠন না করা হয় সেজন্য বিবাদীদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উল্লাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আহসান হাবীব সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না সেই মর্মে তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন, আহ্বায়ক ও ভূতপূর্ব আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ প্রেস ক্লাবে একটি আহ্বায়ক কমিটি গঠন করে নতুন অন্তর্ভুক্ত বৈধ ১৯ সদস্যের মধ্য থেকে ৫ জনকে অন্তর্ভুক্ত করে গত ২২ জুন সর্বমোট ৫৫ জনের একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর মঙ্গলবার (১১ জুলাই) আদালতে মামলা দায়ের করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, জাগো নিউজের জেলা প্রতিনিধি এম এ মালেক ও দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। তাদের স্বাক্ষরিত পিটিশনটিতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রেজাউল বারি রন্টুকে ১নং করে মোট ৯ জনকে বিবাদী করা হয়।

মামলার বাদী জেহাদুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী চক্র সিরাজগঞ্জ প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রাখতে চায়। এর আগেও আমাদের বাদ দিয়ে ২৩ মার্চ ২০২৩ তারিখে পাতানো নির্বাচন করার পাঁয়তারা করেছিল। সেই নির্বাচনের ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। একই কৌশলেও আবারও আমাদের বাদ দিয়ে চক্রটি অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় পাতানো নির্বাচনের পাঁয়তারা করলে সঠিক বিচারের জন্য আমরা আবারো আদালতের শরণাপন্ন হই। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।