গলায় চাকু ধরে ছিনতাইচেষ্টা, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৮ জুলাই ২০২৩

জয়পুরহাটে ছিনতাইয়ের চেষ্টার সময় ‘কিশোর গ্যাংয়ের’ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকদের একজন হলেন- জেলার সদর থানাধীন হালট্রি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ‘কিশোরগ্যাং’ লিডার গোলাম মর্তুজা (২৯)। বাকি দুজন কিশোর।

র‌্যাব জানায়, দিনের বেলায় জয়পুরহাট সদর থানা এলাকার বটতলী এলাকায় এক পথচারীর গলায় চাকু রেখে ভয় দেখিয়ে গহনা ছিনতাইয়ের চেষ্টা করে ‘কিশোরগ্যাংয়ের’ ওই তিনজন। এ সময় তাদের হাতেনাতে ধরেন র‌্যাবের সদস্যরা।

জয়পুরহাট র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরও পাঁচ-সাত সক্রিয় সদস্য আছে। যারা সদর থানা এলাকার রেলগেট ও বাজার এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।