নাতিকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো নানারও
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পানিতে ডুবে নানা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের মৃত চান মামুদের ছেলে আয়নল হক (৫৫) ও তার নাতি হাবিবুর রহমান (১০)। স্থানীয় ইউপি সদস্য মো. লিটন মিয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে যায় হাবিবুর রহমান। তার ফিরে আসতে দেরি হওয়ায় নানা আয়নল হক তাকে খুঁজতে যায়। খুঁজতে গিয়ে আয়নল হক নিজেও পুকুরে পানিতে ডুবে যান। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে পুকুরপাড়ে যান। সেখানে গিয়ে দুজনকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/এসজে