নোয়াখালীর বাড়িতে হামলা

স্বেচ্ছাসেবক দল নেতার পক্ষে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৮ জুলাই ২০২৩

আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নোয়াখালীর বাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজার সামনে শহীদ তৌহিদ স্মৃতি সংসদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

এতে যুক্তরাষ্ট্র শহীদ তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আহসান উল্ল্যা মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল, সংগঠনের নেতা জিল্লুর রহমান, জসীম ভুইয়া, জাকির হোসেন চৌধুরী, আবু সাঈদ আহমেদ, সাঈদুর রহমান, সেলিম রেজা, ফয়েজ চৌধুরী, মাকসুদুর রহমান, সাইফুল খান হারুন, নুর আলম, আল মামুন সবুজ, সোহাগ রানা, নাজমুল হোসাইন, মোহাম্মদ আলী মিলন, মিজানুর রহমান, আমানত হোসেন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, কাজী আজম প্রমুখ।

বক্তারা সাবেক ছাত্রদল ও বর্তমানে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নোয়াখালীর সোনাইমুড়ীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম প্রিন্সকে হুমকির নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর জেরে গত ১৫ জুলাই দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার সেনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের বাড়িতে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।