বগুড়ায় পদযাত্রায় হামলায় ২ শতাধিক নেতাকর্মী আহত, দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৮ জুলাই ২০২৩
বগুড়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

বগুড়ায় পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এসময় অভিযোগ করা হয়, পদযাত্রায় হামলার ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্যও রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বনানী এবং মাটিডালী থেকে দুই ভাগে পদযাত্রা করে। বনানী থেকে সাতমাথায় আসার পথে ইয়াকুবিয়ার মোড়ে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমাদের দুই শতাধিক নেতাকর্মী আহত হন।

রেজাউল করিম বাদশা বলেন, পুলিশের টিয়ারগ্যাসে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে বিএনপি নেতাকর্মীরা অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান।

আজ পুলিশ একটি দলের হয়ে কাজ করেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল যদি সাতমাথায় প্রোগ্রাম করতে পারে তাহলে বিএনপি কেন পারবে না? এটি আমাদের গণতান্ত্রিক অধিকার।

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, বিএনপির কোনো কর্মী ককটেল বিস্ফোরণ ঘটায়নি।

কোনো নেতাকর্মী আটক হয়েছে কি না প্রশ্নে রেজাউল করিম বাদশা বলেন, আমাদের কাছে আটকের বিষয়ে কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরি হীরু, বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।