রাঙ্গামাটিতে হঠাৎ অটোরিকশা বন্ধ, যাত্রীদের ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৯ জুলাই ২০২৩

রাঙ্গামাটিতে শ্রমিকদের আন্দোলনে বন্ধ রয়েছে জেলার একমাত্র বাহন সিএনজিচালিত অটোরিকশা। বুধবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে হঠাৎ আন্দোলন শুরু করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশ ও একাধিক শ্রমিক জানান, একটি মামলায় রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা সমিতির লাইনম্যান নয়নকে আটক করে পুলিশ। বুধবার তাকে আদালতের পাঠানো হলে জামিন না মঞ্জুর বিচারক তাকে কারাগারে পাঠান। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে হঠাৎ অটোরিকশা বন্ধ করে দেয় শ্রমিকরা।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা বন্ধ ঘোষণা

সায়ন্তনু চাকমা নামের এক যুবক বলেন, ব্যাংকে একটা কাজে এসেছি আমি। কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ শুনি সিএনজি বন্ধ। এখন বাসায় কেমনে যাবো। সিএনজি রাঙ্গামাটির একমাত্র অভ্যন্তরীণ পরিবহন হওয়ায় তারা যেমন খুশি তেমন করেন।

রাঙ্গামাটিতে হঠাৎ অটোরিকশা বন্ধ, যাত্রীদের ভোগান্তি

দশম শ্রেণির ছাত্রী বীণা দাশ বলেন, আমি প্রাইভেটের জন্য বের হয়েছি। তিনটা থেকে প্রাইভেট ছিল। সামনে পরীক্ষা কিন্তু প্রাইভেটে যেতে পারলাম না।

রাঙ্গামাটি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির সভাপতি পরেশ মজুমদার বলেন, লাইনম্যান নয়নকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, একটি মামলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা জেনেছি অটোরিকশা শ্রমিকরা পরিবহন ধর্মঘট করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্তক রয়েছি।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।