পাবনায় এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৯ জুলাই ২০২৩
ইনসেটে শেখ রাসেল আলী মাসুদ

পাবনা সদর আসনের এমপি (পাবনা-৫) গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ রাসেল আলী মাসুদ ও তার স্ত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় মাসুদের বিরুদ্ধে এক কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ২৭ লাখ দুই হাজার টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক খায়রুল হক বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মাসুদের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে তার সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হয়। মাসুদ গত ৪ এপ্রিল ওই সম্পদ বিবরণী দাখিলের আদেশের ফরমটি গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়সীমা অর্থাৎ পরবর্তী ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি। এতে মাসুদ দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের এ কর্মকর্তা বলেন, অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি মাসুদ মোট পারিবারিক সম্পদ অর্জন করেছেন দুই কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪ টাকা। আর তার গ্রহণযোগ্য আয় এক কোটি ৯ লাখ ২০ হাজার ৭০৫ টাকা। তার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ এক কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকা।

দুদক কর্মকর্তা খায়রুল বলেন, মাসুদের স্ত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত ২৭ লাখ দুই হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনিও সম্পদ বিবরণী দাখিলের আদেশটি সই করে গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী কমিশনে দাখিল করেননি। এতে তিনিও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে মাসুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের মামলার বিষয়ে জানতে শেখ রাসেল আলী মাসুদের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।