তিস্তা দ্বিতীয় সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৯ জুলাই ২০২৩

লালমনিরহাটের কাকিনা-রংপুর মহাসড়কে নির্মিত তিস্তা দ্বিতীয় শেখ হাসিনা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ট্রাকমালিক ও শ্রমিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে ট্রাক-বাস আটকা পড়ে।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ঘণ্টাব্যাপী পাটগ্রাম কলেজ মোড়ের আবির চত্বর এলাকায় একঘণ্টা সড়ক অবরোধ করে ট্রাকমালিক ও শ্রমিক সমিতি।

এসময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে এসে ট্রাক মালিক ও শ্রমিকদের সঙ্গে বসার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন: দ্বিতীয় তিস্তা সড়ক সেতু খুলে দেয়ার দাবি বন্যার্তদের

জানা গেছে, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত রোববার (২৮ মে) রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারী যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রামালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।

পাটগ্রাম ট্রাকমালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, একটি কুচক্রি মহলের কারণে মহাসড়কটি দিয়ে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আগামী সাতদিনের মধ্যে মহিপুর শেখ হাসিনা সেতু দিয়ে চলাচল করতে দেওয়া না হলে, কালিগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারী স্থলবন্দরের সব ট্রাকমালিক ও শ্রমিক সমিতির ট্রাক চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করবে।

এসময় ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সড়ক অবরোধের বিষয়টি জানা ছিল না। ট্রাকমালিক ও শ্রমিক সমিতির সঙ্গে আলোচনা করে সড়কটি কেন বন্ধ সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।