বিদেশ যাওয়া হলো না সূর্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২০ জুলাই ২০২৩

পরিবারে স্বচ্ছলতা ফেরাতে বিদেশ যেতে চেয়েছিলেন মো. মেহেরাজ হোসেন সূর্য (১৮) নামের এক মাদরাসাছাত্র। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ফেরার পথে বাসের চাকায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

বুধবাার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাইমুড়ীর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূর্য সোনাইমুড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তিনি সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, পরিবারের বড় সন্তান হিসেবে উপার্জনের আশায় বিদেশ যেতে বুধবার পাসপোর্ট করতে যান নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে। বিকেলে ফেরার পথে সোনাইমুড়ীর কলাবাগান এলাকায় রাস্তা পারাপারের সময় উপকূল বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সূর্য।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘাতক বাস পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।