যুবকের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় আরও এক বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২০ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের হামলার ঘটনায় রাবেয়া বেগম (৬৫) নামে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে হয়েছেন। বুধবার (১৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাবেয়া পৌর এলাকার ভাদুঘরের মৃত মীর জাহানের স্ত্রী। এ নিয়ে নিহতের সংখ্যা দুজনে দাঁড়ালো। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের কোপে প্রাণ গেলো বৃদ্ধার

তিনি বলেন, স্থানীয় জামাল মিয়ার ছেলে শিহাব (২৮) একটি কলেজে পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি নারীদের দেখলেই উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসে। তিনি সম্পূর্ণ নারী বিদ্বেষী ছিলেন। গতবছরও তিনি স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে জখম করেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাতজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। সবাইকে ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম নামে একজন মারা যান। রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম নামে আরও এক বৃদ্ধা মারা গেছেন। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, শিহাবকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।