ফেনীতে ডেঙ্গুর প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ১২ রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ জুলাই ২০২৩

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে শনাক্তের হারে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৭ জুলাই রেকর্ড ১৯ জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত এ জেলায় মোট ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ৬৩ জন। আক্রান্তদের মধ্যে ৬৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন ও জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জনসহ মোট ১৯ জন চিকিৎসাধীন।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, আক্রান্তদের প্রায় সবাই ঢাকা-চট্টগ্রাম বা জেলার বাহির থেকে সংক্রমিত হয়ে এসেছে। তবে গত সপ্তাহে ২ জন রোগী আক্রান্ত হয়েছিল যারা ফেনীর বাইরে যায়নি। এজন্য সচেতনতার বিকল্প নেই।

আরও পড়ুন: চট্টগ্রামে একদিনে রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত

ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা উল্লেখ করে সিভিল সার্জন বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে।

ফেনী পৌরসভার প্রস্তুতি নিয়ে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পৌর এলাকায় মাইকিং করার পাশাপাশি ওষুধ ছিটানো হচ্ছে।

 আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।