শেরপুর পুলিশ লাইনসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২০ জুলাই ২০২৩

স্বাধীনতার ৫২ বছর পর শেরপুরে প্রথমবারের মতো পুলিশ লাইনসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) শহরের অষ্টমীতলায় পুলিশ লাইনসের প্রধান ফটকের ভেতর বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান শৈল্পিক নির্দেশনায় জাতির পিতার তিনটি ভিন্ন আলোকচিত্র ফুটিয়ে তোলা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, এ ম্যুরাল স্থাপনের মাধ্যমে জেলার প্রতিটি পুলিশ সদস্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।

এসময় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।