ভোলায় এক ইলিশ ৬ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২১ জুলাই ২০২৩

ভোলায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ। ঘাটে নিলামের মাধ্যমে ৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে ইলিশটি বিক্রি হয়। মাছটি কিনেন মাছ ব্যবসায়ী মো. জসিম উদ্দিন।

স্থানীয় তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার কামাল ব্যাপারী বলেন, সকালে জেলে সবুজ মাঝি ও তার সঙ্গীরা মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারে যায়। তাদের জালে অন্য ইলিশের সঙ্গে ২ কেজি ২০০ গ্রামের ওই মাছটি উঠে আসে। বিকেলে আড়তে অনলে নিলামের মাধ্যমে সর্ব্বোচ দামে ইলিশটি বিক্রি করি।

ক্রেতা জসিম উদ্দিন বলেন, নিলামের মাধ্যমে ইলিশটি ৬ হাজার ২০০ টাকায় কিনেছি। সন্ধ্যায় প্যাকেটিং করে বিক্রির জন্য খুলনা পাঠাবো। সেখানে সাড়ে ৭ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবো।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জাগো নিউজকে বলেন, বিগত দিনে সরকারি নিষেধাজ্ঞা ভালোভাবে পালিত হওয়ায় জেলেরা এখন সুফল পাচ্ছেন। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।