শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথানত করেননি: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২১ জুলাই ২০২৩

আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এর শেকড় অনেক গভীরে। ইতিহাসের প্রতিটি বাঁকে এ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপসহীন ছিলেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারপ্রধান। তিনিও কারও অন্যায় আবদারের কাছে মাথানত করেননি এবং করবেনও না। তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রেলগাড়িতে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই। আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন কমিশনের দায়িত্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি বিএনপির ইতিহাস জানেন তাহলে দেখবেন তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। বিচার না হওয়ার জন্য আইন করেছে তারা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে। তাদের চাকরি দিয়েছেন। নির্বাচনের সুযোগ দিয়েছেন।

খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।