সরকারি দলের সিংহভাগ লোক ভ্যাট-ট্যাক্স দেয় না: চরমোনাই পীর
সরকারি দলের সিংহভাগ লোকজন ভ্যাট-ট্যাক্স দেন না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার (২২ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এমন কথা বলেন।
চরমোনাই পীর বলেন, রিকশাওয়ালা ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে ভ্যাট-ট্যাক্স দেয়। সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আর সেই টাকা লুটপাট করে প্রায় ১৪ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে বিদেশে বেগমপাড়া তৈরি হয়।
তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স আমরা কি কম দিই নাকি? কিন্তু সব সুযোগ-সুবিধা ভোগ করে সরকার দলীয় লোকজন। চাকরির ব্যাপারেও অন্য দলের লোকজনের কোনো সুযোগ নেই। খোঁজ নিছি সিংহভাগ সরকার দলীয় লোকজনই ভ্যাট-ট্যাক্স দেয় না।

ইসলামী আন্দোলনের আমির বলেন, মজলুমদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আজকে কত মায়ের বুক খালি হয়েছে। কত সন্তান এতিম হয়েছে। কত স্ত্রী বিধবা হয়েছে। তারা চোখের পানি ফেলছে। আমাদের দেশ স্বাধীন করার মূল একটা কারণ ছিল সুন্দর নির্বাচন। যে নির্বাচনে কোনো কারচুপি থাকবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জের উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।
এসকে রাসেল/এমআরআর/এমএস