মেয়েকে নির্যাতনের অভিযোগে জামাইয়ের বাড়িতে শ্বশুরের আগুন
জামাইয়ের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ আগুনে শিশুসহ দুই জন দগ্ধ হয়েছে। এসময় একটি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) মধ্যরাতে যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
পোড়াবাড়ি নারানপুর গ্রামের মাহফুজ হোসেন বলেন, মেয়েকে নির্যাতনের অভিযোগে ও পারিবারিক কলহে আমার বিরুদ্ধে তিনটি মামলা করেন শ্বশুর আশানুর রহমান। তিনদিন আগে আবারও নির্যাতনের অভিযোগ এনে আমাদের সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেন তিনি।
তিনি বলেন, শুক্রবার রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। মধ্যরাতের দিকে ঘরে আগুন দিয়ে বাইরে থেকে ঘরে তালা দেয় আমার শ্বশুরবাড়ির লোকজন। হঠাৎ ঘরে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে দরজা খুলে দিলে আমরা বের হতে পারি। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় ঘরে থাকা একটি মোটরসাইকেল ও বেশকিছু আসবাবপত্র। এসময় বেড়াতে আসা আত্মীয় হোসেন আলী ও ছয় মাসের শিশু ইশামনি আগুনে দগ্ধ হয়।
মাহফুজের বোন রিয়া খাতুন অভিযোগ করে বলেন, আগুনের ঘটনা মাহফুজের শ্বশুরবাড়ির লোকের পূর্বপরিকল্পিত। তিনদিন আগে তার শ্বশুর আমাদের পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল। তারপর এ ঘটনা। প্রতিবেশীরা এগিয়ে আসায় আমরা রক্ষা পেয়েছি।
এ বিষয় অভিযুক্ত আশানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকার বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মো. জামাল হোসেন/এমআরআর/এমএস