নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, হেলপার-সুপারভাইজার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৩ জুলাই ২০২৩

নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ারুল ইসলাম (২৮) ও বেলাল হোসেন শুভ (২৬)। আনোয়ারুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন। অপরদিকে বেলাল ঢাকার গাবতলীর আবুল বাশারের ছেলে। ওই বাসের সুপারভাইজার ছিলেন তিনি।

আরও পড়ুন: কালীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ

ঝলমলিয়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।