দুই বছর সাজার ভয়ে ৫ বছর পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৩ জুলাই ২০২৩

দুই বছর সাজার ভয়ে পাঁচ বছর ধরে পলাতক রোকনুদ্দৌলা (৩৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ জুলাই) বিকেলে এ তথ্য জানান কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।

এরআগে শনিবার দিনগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোকনুদ্দৌলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইছাকুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রৌমারী থানায় ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ২০২২ সালের অপর একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রোকনুদ্দৌলাকে পাঁচ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান চলবে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।