কুড়িগ্রাম

শ্বাসকষ্টে ভুগছে বজ্রপাতে আহত শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৫ জুলাই ২০২৩

কুড়িগ্রামের রাজারহাটে বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

এর আগে সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় ক্লাস চলাকালীন এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত

আহত শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

jagonews24

ঘটনার পরপরই তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, ‘আহত শিক্ষার্থীরা সারাদিন ভালোই ছিল। তবে সন্ধ্যা পর থেকে কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসকরা তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করেন। এখন পর্যন্ত সবাই ভালো আছে।’

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত শিক্ষার্থীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো ছিল। চলাফেরা, খাওয়া-দাওয়া সবকিছুই করেছে। সন্ধ্যার পর থেকে তাদের কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৯ জনের মধ্যে আটজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন ছাত্র আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।