রাজশাহীতে সমাবেশ করতে চায় জামায়াত, পুলিশের কাছে আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৫ জুলাই ২০২৩

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল এ আবেদন করে।

jagonews24

বিষয়টি নিশ্চিত করে আবু মোহাম্মদ বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করেছে।’

তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতা ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে।

jagonews24

জামায়াতের এ নেতা আরও বলেন, আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বার কাউন্সিলের সাবেক হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, লাইব্রেরি সম্পাদক হাসালুন বান্না সোহাগ, সদস্য মো. মিনহজ, ফিরোজ কবির, আইনজীবী মো. সালাউদ্দিন প্রমুখ।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।