কুমিল্লায় ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ মার্চ ২০১৬

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ার জের ধরে লাথিতে আহত ব্যবসায়ী জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ী জাকির হোসেন জেলার নব গঠিত বাঙ্গরা বাজার ধানাধীন ভাঙ্গানগর গ্রামের লেয়াকত আলীর ছেলে।

বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত ব্যবসায়ীর স্ত্রী আসমা বেগম ও পুলিশ জানায়, বাঙ্গরা বাজার ধানাধীন চন্দনাইল বাজারের পাইকারী মুদি মালের ব্যবসায়ী জাকির হোসেনের দোকান থেকে বাকিতে মালামাল নেয় একই থানাধীন সাহেবনগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ব্যবসায়ী মোহন মিয়া ওরফে মন মিয়া।

গত শনিবার বিকেলে জাকির হোসেন বকেয়া টাকা আদায়ের জন্য মোহন মিয়ার কাছে যায়। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহন মিয়া ব্যবসায়ী জাকির হোসেনের পেটে লাথি মারে। এতে ঘটনাস্থলেই সে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে  ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীররাতে ব্যবসায়ী জাকির হোসেন মারা যান।

বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘাতক মোহন মিয়াকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

কামাল উদ্দিন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।