লাম্পি রোগে আক্রান্ত গরু জবাইয়ের চেষ্টা, কসাইয়ের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২৩

পাবনার সাঁথিয়ায় লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গরু জবাইয়ের প্রস্তুতিকালে এক কসাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) করমজা ইউনিয়নের সিঅ্যান্ডবি চত্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় রোগাক্রান্ত তিটি গরু জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত কসাই আলতাফ হোসেন বেড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হাতিগাড়া মহল্লার গফুর প্রামাণিকের ছেলে। তিনি বেড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিঅ্যান্ডবি চত্বর বাজারে অভিযান চালানো হয়। এসময় লাম্পি স্কিন রোগে আক্রান্ত তিনটি গরুসহ আলতাফ নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে পশু জবাই ও মাংসের মাণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মণ্ডল বলেন, লাম্পি স্কিন ডিজিজ একটি জটিল সংক্রামক রোগ। এটি একটি ভাইরাসঘটিত রোগ যা মূলত গৃহপালিত গরু এবং মহিষকে আক্রান্ত করে। প্রাণীর গায়ে ফোসকা দেখে প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করা হয়। সাঁথিয়ায় জব্দ করা গরুগুলো এলএসডি রোগে আক্রান্ত বলে আমাদের মাঠ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। এই রোগাক্রান্ত গরুর মাংস খাওয়া যাবে না।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।