ফুটবলে বিবাহিতদের কাছে হারলেন অবিবাহিতরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৬ জুলাই ২০২৩

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা চরফরাদী ইউনিয়নের গাংধেয়ারচর এলাকার বাদশা বাড়ি সংলগ্ন পতিত জমিতে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশ নেন বিবাহিত বনাম অবিবাহিত পুরুষরা। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ট্রাইবেকারে ৪-১ গোলে জয়ী হয় বিবাহিত দল।

খেলায় চরফরাদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফরাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ।

Kishoregonj2.jpg

আরও পড়ুন: ছাদে-গাছে উঠে ব্যারিস্টার সুমনের খেলা দেখলেন দর্শক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. এখলাস উদ্দিন, পাকুন্দিয়া মডেল মাদরাসার সুপার মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু রায়হান, উপজেলা প্রচার দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।

খেলাটির সার্বিক তত্ত্বাবধান করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ফারাবী। খেলা শেষে অতিথিরা বিজয় দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।

এসকে রাসেল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।