বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৭ মার্চ ২০১৬

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হামিদা বেগম (৩০) হরিণাফুলিয়া এলাকার দিনমজুর মো. মাসুদ হাওলাদারের স্ত্রী।
 
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ জানান, সকালে মাসুদ কাজে যায়। এসময় নিজ বাড়িতে একা ছিলেন হামিদা বেগম। তার দুই সন্তান বাসায় ফিরে তাদের মা হামিদা বেগমকে মৃত অবস্থায় দেখতে পায়।
 
ঘটনাস্থল পরিদর্শন করা কোতয়ালি থানা পুলিশের এসআই সত্যরঞ্জন খাসকেল বলেন, তারা আসার আগেই বাড়ির লোকজন ওই গৃহবধূর মৃতদেহ নামিয়ে ফেলে। তার স্বামী মাসুদ হাওলাদার প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ব্যতীত হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহত গৃহবধূর স্বামী মাসুদ হাওলাদার বলেন, মামা শ্বশুর ছালাম শরীফ ও তার জামাতা শহিদ মিলে হত্যা করে তার স্ত্রীকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। এটি হত্যাকাণ্ড বলে বিচারের দাবি করেন তিনি।

এদিকে হামিদার মরদেহ উদ্ধারের পর থেকে শহীদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।

সাইফ আমীন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।