বগুড়ায় বাস ভাঙচুর

সাদা কাগজে বাদীর টিপসই নিয়ে মামলা দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৬ জুলাই ২০২৩

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল মুহিত তালুকদারসহ ২২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে ফেরার পথে দুপচাঁচিয়ায় বাস ভাঙচুরের অভিযোগে এ মামলা করেছেন শাহ ফতেহ আলী পরিবহনের চালক মো. ফেরদৌস।

তবে বাদীর দাবি, ‘মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। কোনো আসামিকেও চেনেন না। সাদা কাগজে তার টিপসই নিয়ে মামলা সাজিয়েছে পুলিশ।’

এ ঘটনায় গত সোমবার বগুড়া নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাডভোকেট নাজমুল হুদা পাপনের কাছে এফিডেভিট করেছেন ফেরদৌস। এতে উল্লেখ করা হয়েছে, ফেরদৌস লিখতে ও পড়তে পারেন না। টিপসই দিয়ে প্রয়োজনীয় কাজ করেন।

১৮ জুলাই দুপুরে নওগাঁ থেকে বাস নিয়ে দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজার এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত ব্যক্তিরা গাড়ির কাঁচ ভাঙচুর করেন। এ সময় শাহ ফতেহ আলী পরিবহনের আরেকটি বাসের কাঁচ ভাঙচুর করা হয়। এতে জড়িতদের কাউকেই তিনি চেনেন না।

ফেরদৌসের দাবি, এ ঘটনায় ওইদিন রাতেই তিনি দুপচাঁচিয়া থানায় অভিযোগ করতে যান। তখন পুলিশ একটি ধারা কাগজে তার টিপসই নেয়। এরপর জুয়েল আলী, আবদুল মুহিত তালুকদারসহ আদমদীঘি উপজেলা বিএনপির ২২ জনের নাম উল্লেখ করে ফেরদৌসকে বাদী করে মামলা করে পুলিশ। এজাহারে তার টিপসই শনাক্তকারী হিসেবে রুহুল আমিন নামে একজনের নাম লেখা রয়েছে, যাকেও তিনি চেনেন না। মামলার কোনো আসামি বাস ভাঙচুরে জড়িত নন। তাদের এ মামলা থেকে অব্যাহতি দিলে তার আপত্তি থাকবে না।

ফেরদৌস বলেন, ‘ওইদিন বিএনপির কর্মসূচি থেকে ফেরার পথে কয়েকজন বাস ভাঙচুর করে। তবে কাউকে আমি সরাসরি দেখিনি। পুলিশ সাদা কাগজে আমার থেকে টিপসই নিয়েছে৷’

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাস ভাঙচুরের ঘটনায় চালক ফেরদৌস বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা করেছেন। সাদা কাগজে টিপসইসহ তার অভিযোগ মিথ্যা।

বগুড়া নোটারী পাবলিকের অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন জানান, দুপচাঁচিয়ায় দায়ের হওয়া মামলার বাদী সোমবার এভিডেভিট করেছেন। এতে তিনি দাবি করেছেন আসামি কাউকেই তিনি চেনেন না। এছাড়াও পুলিশ সাদা কাগজে তার টিপসই নিয়ে মামলা দায়ের করেছে। এই এভিডেভিট দিয়ে আসামিরা আদালতে জামিন ও খালাসের জন্য আবেদন করতে পারবেন।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।