ডেঙ্গুতে সুস্থ হয়ে করোনায় মারা গেলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৬ জুলাই ২০২৩

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া নারীর নাম রোকসানা আক্তার (২৭)। তিনি শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম মাসুদ রানা (২৭)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ জুলাই) শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন রোকসানা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

মাসুদ রানা বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে ৪-৫ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

ডা. যাকারিয়া রানা বলেন, রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শজিমেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। তার অক্সিজেনের স্যারকুলেশন অনেক নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগী মাসুদ রানাও একেবারে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।