জাতীয় শিক্ষা সপ্তাহ

১০ ক্যাটাগরিতে পুরস্কার পেল প্রাণ-আরএফএল পাবলিক স্কুল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৭ জুলাই ২০২৩

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল প্রাণ-আরএফএল পাবলিক স্কুল। বুধবার (২৬ জুলাই) শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার জগদীশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, নারী ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার ও মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

আরও পড়ুন: শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের সাফল্য

বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক ফারুক হোসেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও দশম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম উপমা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। এনিয়ে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলো জেরিন তাসনিম উপমা।

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার-২০২৩ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। সেখানে তিন ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন করে। সব মিলিয়ে ১৩টি পুরস্কার পেয়েছে এ স্কুল।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য

এ বিষয়ে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, আমরা সব সময়ই শিক্ষার্থীদের সার্বিক মেধাবিকাশের দিকে সচেষ্ট। এজন্যই আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।