সীতাকুণ্ডে মার্কেটে অগ্নিকাণ্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৭ মার্চ ২০১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।  তিন তলা বিশিষ্ট এ মার্কেটে মেরিন ইন্সট্রুমেন্ট এবং ফায়ার সরঞ্জামসহ পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের শো-রুম এবং গুদাম ছিল।

এদিকে, মার্কেটটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় অগ্নিকাণ্ডের সময় অন্তত ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের দুইটি স্টেশন থেকে ৭টি গাড়ি এবং নৌ বাহিনীর একটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন জানান, দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মহিউদ্দিন মার্কেটের বেশির ভাগ দোকান এবং গুদাম পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।