টেকনাফে এবার ৯ বছরের শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি ৫ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৮ জুলাই ২০২৩

কক্সবাজারের টেকনাফে ফারিহা আক্তার নামে (৯) এক মাদরাসাছাত্রীকে অপহরণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়। তাকে ছাড়াতে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও অভিযোগ উঠেছে।

অপহৃত ফারিহা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজারের ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

শিশু ফারিহার মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আমার মেয়ে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার বড় মার বাড়ি থেকে ফিরছিল। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। আমার কাছে মোবাইল করে মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা।

এ ঘটনায় রাতেই টেকনাফ মডেল থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে জেসমিন বলেন, এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান মেলেনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জাগো নিউজকে বলেন, ফারিহা নামের মাদরাসা পড়ুয়া এক শিশু অপহরণের শিকার হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছ। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

গত আট মাসে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে, কৃষক, টমটম (ইজিবাইক) চালক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ীসহ শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন। এরই মধ্যে টমটমচালকসহ চারজনকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছিল। বাকি অপহৃতরা সন্ত্রাসীদের মোটা অঙ্কের মুক্তিপণের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসেন।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।