পাল্টাপাল্টি সমাবেশ
ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের কারণে সকাল থেকে যানবাহনের চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। শুক্রবার (২৮ জুলাই) মহাসড়কে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করলেও আঞ্চলিক যানবাহন নেই বললেই চলে। সেই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও নেই। কিছুক্ষণ পর পর নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে যানবাহনগুলো ছেড়ে যাচ্ছে।
এদিকে দুই দলের সমাবেশকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে চলছে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম। তবে বাস চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
শুক্রবার (২৮ জুলাই) দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: সকালেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে পুলিশের তল্লাশি
'
শরীফুল ইসলাম নামের এক যাত্রী জানান, হাসপাতালে যাওয়ার জন্য শিমরাইল মোড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। রাস্তা একেবারে ফাঁকা থাকায় খুব স্বাচ্ছন্দ্যেই গন্তব্যস্থলে আসতে পেরেছি। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকলেও এমন ফাঁকা কখনো দেখি নাই।
আলমগীর হোসেন নামের কোমল পরিবহনের বাসচালক জানান, মহাসড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকলেও চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় সহজেই যাতায়াত করতে পারছি। আবার বাস কম থাকায় যাত্রীর চাপ কিছুটা রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ছুটির দিন হওয়ায় আজ থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কম। তবে যারা জরুরি কাজে বের হয়েছে তারা সহজেই তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, জনগণের সড়ক চলাচল করতে যেনো কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য আমরা সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। তল্লাশি শেষ করেই যানবাহনগুলো ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয় নি। আর যানবাহন চলাচলে আমরা কোন বাধা সৃষ্টি করছি না।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস