অপহরণের ২২ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৮ জুলাই ২০২৩

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২২ ঘণ্টা পর শিক্ষার্থী ফারিহা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদরাসার পেছন অংশে পানি চলাচলের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে এ মাদরাসায় নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীতে পড়তো।

এ ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মুফতি আলী আহমদের ছেলে এরফানকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

হত্যার শিকার ফারিহা আক্তার (৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মৌলভী বাজারের ছানা উল্লাহের মেয়ে।

ফারিহার মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার বড় আম্মার বাড়ি থেকে বাসায় ফিরছিল। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে। পরে আমার মোবাইলে কল করে মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করে। এঘটনায় রাতে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু শুক্রবার বিকাল ৫টার দিকে তার শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদরাসার ভেতর একটি ড্রেন থেকে মেয়ের মরদেহ পুলিশ উদ্ধার করে। ফারিয়া এ মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহৃত শিক্ষার্থী ফারিহার মরদেহ মাদরাসার পেছনে পানি চলাচলের ড্রেনে পাওয়া যায়। এ ঘটনার মূল হুতাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।