লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:০২ পিএম, ২৯ জুলাই ২০২৩

লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে রুহুল আমিন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রতারণা মামলায় ২৬ জুলাই রুহুল আমিনকে কারাগারে পাঠান আদালত। শনিবার ভোরে হঠাৎ বুকে ব্যাথা উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বুকে ব্যাথা নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। এটি হার্ট অ্যাটাক ছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

কাজল কায়েস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।