রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৯ জুলাই ২০২৩

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অন্তিম নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী হতে কর্নগোপ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত অন্তম নিট কম্পোজিট পোষাক কারখানার শ্রমিকদের ঈদের আগের কয়েক মাসের বেতন বকেয়া ছিল। তখন একমাসের বেতন বকেয়া রেখে বাকি টাকা পরিশোধ করে ঈদের ছুটি দেন কর্তৃপক্ষ। কিন্তু ঈদ শেষে একমাস পার হলেও কারখানা বন্ধ রয়েছে। কবে কারখানা চালু হবে তাও শ্রমিকদের জানানো হচ্ছে না। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে শ্রমিক ও স্টাফরা একত্রিত হয়ে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জাগো নিউজকে জানান, অন্তিম নিট কম্পোজিট পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে মহসড়ক অবরোধ করে। বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।