রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩০ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ায় ফের দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। মো. সেলিম ক্যাম্প ৭ ব্লক-এ/১ এর নজির আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত ১১টার দিকে উখিয়ার ক্যাম্প-৭ এর এ/১ ব্লক এবং ক্যাম্প-২ ইস্ট বি-ডব্লিউ/৯ কবরস্থান পাহাড় মাঝামাঝি এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পায়ে গুলি লেগে সেলিম নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হন। ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের টহল দল আহত রোহিঙ্গাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুলিশ দেখে ২৫০ রাউন্ড গুলি ফেলে পালালো পাচারকারী

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।