শ্যামলী বাসে যাত্রীর কাছে মিললো ২ কেজি হেরোইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩০ জুলাই ২০২৩
বিজিবির হাতে হেরোইনসহ আটক হন বাসযাত্রী

কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে হেরোইন তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সেলিম (৪১) কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, একটি যাত্রীবাহী বাসে কক্সবাজারে মাদকের বড় চালান আসছে। এমন খবরে সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির একটি দল যৌথ অভিযান চালায়। কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন বাসে তল্লাশি করে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় সেলিম নামে বাসযাত্রীকে আটক করা হয়।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।