দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শামীম ওসমান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ৩০ জুলাই ২০২৩

দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এমন কিছু করবেন না যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না।

রোববার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশে এমন ষড়যন্ত্র হচ্ছে যে, যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়বো এবং জিতবো। কারণ সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না। সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি এদেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিদ্যোৎসাহী সদস্য মো. জালাল উদ্দীন আহমেদ, দাতা সদস্য আব্দুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।