শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিজ্ঞানমেলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২৩
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া দিচ্ছেন অতিথিরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বার্ষিক বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিকেলে স্কুল অডিটোরিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. মোফাক্ষার উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ) মহা-ব্যবস্থাপক (জিএম) ও স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি দ্বীপক কুমার দেব।

jagonews24

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (আরএফএল) মহা-ব্যবস্থাপক (জিএম) ও স্কুল পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য লে. কর্নেল (অব.) জালাল আহমেদ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ) সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এহসান হাবিব জয় ও ম্যানেজার (এইচআরএম) রোজিনা আক্তার।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিজ্ঞানের এ যুগে বিজ্ঞান মনস্ক দক্ষ নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীরা তিনটি গ্রুপে মোট ৭২টি প্রজেক্ট উপস্থাপন করে। তিন গ্রুপে মোট ৯ জন বিজয়ী হয়।
সব গ্রুপ মিলে শ্রেষ্ঠ প্রজেক্ট নির্বাচিত হয় ৭ম শ্রেণির শিক্ষার্থী পার্থিব মুহিতের উপস্থাপিত অটোমেটিক ফায়ার এলার্ম প্রজেক্টটি।

বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় থেকে দশম শ্রেণি থেকে একজন করে শিক্ষার্থীকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।