কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠমিস্ত্রির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস ছালাম (৩৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ছালাম ওই ইউনিয়নের ভেলিকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম জানান, দুপুর ১২টার দিকে নতুনহাট বাজারের একটি দোকানে টিন লাগাতে যান আব্দুস ছালাম। এসময় চালে উঠার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস