শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৭ জুন ২০২১
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. শাহ আলী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে সকাল থেকেই কাজ করছিলেন কাঠমিস্ত্রি শাহ আলী। একপর্যায়ে টিনের চালা মেরামত করতে গিয়ে ঘরের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শাহ আলী মারা যান বলে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।