চট্টগ্রামে শিশুর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৮ মার্চ ২০১৬

চট্টগ্রামে মাহিমা আক্তার (৬) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনীতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই মায়ের কোলে ঘুমিয়েছিলো শিশু মাহিমা। কিন্তু সকালে তার মা তাকে ডাকাডাকি করলে আর সাড়া দেয়নি সে।

মাহিমার এমন চলে যাওয়াকে স্বাভাবিক বলে মনে করছে না পুলিশ ও তার পরিবারের সদস্যরা। শিশুটির রহস্যজনক মৃত্যুতে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

খুলশী থানার উপপুলিশ পরিদর্শক মাসুম রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু ফাহিমা বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিলো। সকালে তার মা আফরোজা ঘুম থেকে জাগাতে গেলে শিশুটিকে মৃত অবস্থায় পায়। মৃত মাহিমার বাবা মামুন আমাদের জানিয়েছে, রাতে সুস্থ অবস্থায় ঘুমিয়েছিলো সে। এছাড়া তার তেমন কোনো রোগ ছিলো না। তার মা পোশাক শ্রমিক আফরোজা রেলওয়ে কলোনির ভাড়া বাসায় থাকেন।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

জীবন মুছা/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।