প্রেমিক যুগলকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরালেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ আগস্ট ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের তিয়রবিলায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের বিরুদ্ধে। আইনবহির্ভূত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাতে নির্যাতিত ব্যবসায়ী লালন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রাতেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে লোকলজ্জায় গা ঢাকা দিয়েছেন নির্যাতিত ওই নারী ও তার পরিবারের সদস্যরা। গত ২৯ জুলাই (শনিবার) উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী যুবক লালনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে ওই গৃহবধূর বাড়ির সন্নিকটে সালিশ বৈঠক ডাকেন ইউপি চেয়ারম্যান। অভিযুক্ত লালন সালিশে আসতে না চাইলেও জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। প্রায় ২ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বৈঠক হয়। পরে সালিশের সিদ্ধান্ত মোতাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল অভিযুক্ত দুজনের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন এবং তাদেরকে শারীরিক নির্যাতনের পর জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরান।

এরপর গ্রামের মসজিদে নিয়ে তাদের তওবা পড়ান। এছাড়াও তাদের দু’জনকে গ্রাম ছাড়তে নির্দেশ দেন খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল।

তবে এ বিষয়ে খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকার অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান মামলা হওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান লাল গা ঢাকা দিয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনা শোনার পরই মামলা নিয়েছি। সোমবার রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

হুসাইন মালিক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।