মেঘনায় ট্রলারডুবি, প্রাণে রক্ষা পেলেন ৩০ জেলে
ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ৩০ জন জেলে নিয়ে একটি ফিশিং বোট (ট্রলার) ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ভোলার শিবপুরের ভোলার খাল মৎস্য ঘাটের ম্যানেজার নেজার মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার জেলে মহিউদ্দিন মাঝির নেতৃত্বে ৩০ জন জেলে একটি ফিশিং বোট নিয়ে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। ওইসময় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাদের ফিশিং বোটটি ডুবে যায়। পরে ফিশিং বোটে থাকা জেলেদের চিৎকার-চেঁচামেচিতে পাশে থাকা অন্য জেলেরা ছুটে এসে সবাইকে জীবিত উদ্ধার করেন।
ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টি শুনেছেন বলে জানান।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম