আফগানিস্তানে অপহৃত দুই বাংলাদেশির বাড়িতে চলছে আহাজারি
আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের বাংলাদেশি ২ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন (৩৮) ও ইঞ্জিনিয়ার হাজী শওকত আলী লাবলুকে (৫২) সেদেশের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অপহরণ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃতদের মধ্যে সিরাজুল ইসলাম সুমন পাবনার সদর উপজেলার দুবলিয়া গ্রামের এজেম উদ্দিন খানের ছেলে এবং ইঞ্জিনিয়ার হাজী শওকত আলী লাবলু পাবনার ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের হাঙ্গাগাড়ি গ্রামের মৃত মুক্তার হোসেন সরকারের ছেলে।
অপহৃত সুমনের বড় ভাই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক আব্দুল খালেক খান অপহরণের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সুমন এবং তার সহকর্মী হাজী শওকত আলী অফিসিয়াল গাড়িতে কুন্ডুলিয়া প্রদেশ থেকে বাগলান যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে একটি গাড়িতে করে ৫/৬ জনের অচেনা অস্ত্রধারী তাদের গাড়িকে বেরিকেড দিয়ে থামায়। এরপর ওই গাড়ি থেকে সিরাজুল ইসলাম সুমন এবং ইঞ্জিনিয়ার হাজী শওকত আলীকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। সুমনের সহকর্মী নাজমুল হোসেন শুক্রবার দুপুরে ফোনে জানান, এদিন সকাল পর্যন্ত অপহৃতদের আর কোনো খোঁজ মেলেনি।
অপহৃত সুমনের ভাই আরো জানান, গত ১০ বছর ধরে সুমন ব্র্যাকে কর্মরত রয়েছেন। আফগানিস্তানে আছেন ৪ বছর ধরে। সেখানে তিনি আঞ্চলিক হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন। অপহরণের পরপরই সেদেশের স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তাদের মাধ্যমে দূতাবাসকেও জানানোর কথা বলে জানান সুমনের পরিবারের সদস্যরা।
এদিকে সুমনের অপহরণের খবরে ভেঙে পড়েছেন তার সদ্য বিবাহিত স্ত্রী লতা ও তার বাবা-মাসহ আত্মীয় স্বজন। তারা অবিলম্বে অপহৃতদের উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
এদিকে অপহৃত শওকত আলী লাবলুর আত্মীয় স্বজন জানান, গত ২০ বছর ধরে তিনি ব্র্যাকে চাকরি করছেন এবং আফগানিস্তানে রয়েছেন ২ বছর ধরে। তার স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নিয়ে দীর্ঘদিন ঢাকায় বসবাস করেন।
ব্র্যাকের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা সাবেরা গুলরুখ এই খবরের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
একে জামান/এমএএস/এমএস