বাড়ি থেকে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০২ আগস্ট ২০২৩

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. আবু তাহের (৭২) নামে এক বৃদ্ধ। তার সন্ধানে পরিবারের লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২ আগস্ট) দুপুর পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।

নিখোঁজ তাহের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের কালভাট বড় বাড়ির বাসিন্দা। গত ২৪ জুলাই বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে নীল রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল। প্রায় সাড়ে ৫ ফুট উচ্চতার তাহেরের গায়ের রঙ ফর্সা ও চিকন দৈহিক গড়ন।

থানায় নিখোঁজ ডায়রি সূত্রে জানা যায়, স্ট্রোকের রোগী হওয়ায় তাহের শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২৪ জুলাই সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ঘরে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ তাহেরের স্ত্রী মরিয়ম বেগম ৩০ জুলাই সদর মডেল থানায় নিখোঁজ ডায়রি করেন।

মরিয়ম বেগম জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজেছি। কিন্তু কোথাও পাইনি। অসুস্থ মানুষ কোথায় আছেন, কেমন আছেন এনিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নিখোঁজ ডায়রি পেয়ে আশপাশের সকল থানায় তাহেরের ছবি পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া কেউ যদি তার সন্ধান পায় তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।