বাকেরগঞ্জে জাপা-আ.লীগ সংঘর্ষ : মুলাদীতে পুলিশের লাঠিচার্জ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৮ মার্চ ২০১৬

বরিশালের বাকেরগঞ্জে উপজেলার কবাই ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে আটকের গুজবে তার সমর্থকরা সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (বহিষ্কৃত) প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর সমর্থকরা সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সড়ক অবরোধমুক্ত করে।
 
অন্যদিকে, বেলা ১১টার দিকে বাকেরগঞ্জে উপজেলার কবাই ইউনিয়নের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কবাই ইউনিয়নের চুনাখালী বাজারে জাপার প্রার্থী রফিকুল ইসলাম সবুজ ও আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক বাদল তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সিকদার (৫০) ও যুবলীগ নেতা হান্নান ফরাজীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহতদের মধ্যে বেশিরভাগ জাপা নেতাকর্মী। তারা বিভিন্নস্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে জাপা কর্মী সোহাগ (২৬), জামাল সরদার (৩৫) এবং সুমনকে (৩৮) আটক করেছে।
 
জাপার প্রার্থী রফিকুল ইসলাম সবুজ জানান, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে তার কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাইফ আমীন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।