জাল টাকার ব্যবসা করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০২ আগস্ট ২০২৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন প্যাদাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুলাল হোসেন কালকিনি উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের হাফেজ প্যাদার ছেলে।

আরও পড়ুন: ভাড়া বাসায় জাল টাকার ব্যবসা করতেন ছাত্রলীগ নেতা

এদিকে বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতাকে মঙ্গলবার (১ আগস্ট) সকালে বরিশালের গৌরনদীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি পাইপগান, ১১০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকার (প্রতিটি এক হাজার টাকার নোট) জালনোট উদ্ধার করা হয়।

বহিষ্কারের বিষয়ে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুলালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।