ভাড়া বাসায় জাল টাকার ব্যবসা করতেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০১ আগস্ট ২০২৩

বরিশালের কালকিনিতে দুটি পাইপগান, ১১০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম দুলাল প্যাদা (২৪)। তিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

দুলাল কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার মৃত হাফেজ প্যাদার ছেলে।

বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখী।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রলীগ নেতা দুলাল দীর্ঘদিন ধরে পৌর এলাকার চরগাধাতলীর বাসিন্দা আব্দুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সেখানে থেকে ইয়াবা ও জাল টাকার ব্যবসা পরিচালনা করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ডিবির একটি দল আজ দুপুরে ওই বাসায় অভিযান চালায়।

এসময় দুলালকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি পাইপগান, ১১০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুর কবির জানান, গ্রেফতার দুলালের নামে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক সম্রাট।

শাওন খান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।