নোয়াখালীতে মাদরাসাছাত্রী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ আগস্ট ২০২৩

নোয়াখালীর চাটখিলে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় চাটখিল কামিল মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে এ আদেশ দেন।

এতে উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীয়াহ বিষয়ের পরীক্ষায় নকল করা অবস্থায় সোমপাড়া খোয়াজের ভিটি ফাজিল মাদরাসার ছাত্রী সাবিহা জাহান তাসফিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে এ বছরের পরীক্ষা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: ঢাবি ও অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

এ সময় দায়িত্বে অবহেলার দায়ে দুই কক্ষ পরিদর্শক চাটখিল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ এবং মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।