প্রথমবারের মতো মোংলা বন্দরে সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৩ আগস্ট ২০২৩

প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ভিড়েছে সাড়ে ৮ মিটার গভীরতাসম্পন্ন কনটেইনারবাহী জাহাজ এমভি মেরস্ক নুসান্তরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে।

সিঙ্গাপুর থেকে বিভিন্ন পণ্যবোঝাই ৩১৫টি কনটেইনার নিয়ে মোংলা বন্দরে এসেছে জাহাজটি। এসব কনটেইনার খালাস শেষে রপ্তানির ২৬৩টি কনটেইনার নিয়ে শুক্রবার (৪ আগস্ট) জাহাজটি পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার পর এ বন্দর দিয়ে গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি বেড়ে গেছে।

আবু হোসাইন সুমন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।